মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মৃত্যুদণ্ড কার্যকরের সময় ফাঁসির মঞ্চে কোনো প্রতিক্রিয়া দেখাননি, তারা নিশ্চুপ ছিলেন বলে কারা সূত্রে জানা গেছে।
কারা সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ১১টার একটু আগে সাকা চৌধুরী ও মুজাহিদকে খাবার পরিবেশন করা হয়। তবে সাকা চৌধুরী অল্প খেলেও মুজাহিদ খাবার স্পর্শ করেননি।
এরপর রাত সাড়ে ১২টায় সাকা চৌধুরী ও মুজাহিদকে তওবা পড়িয়ে জমটুপি পরানো হয়। এরপর স্বাভাবিকভাবেই তারা হেঁটে ফাঁসির মঞ্চে যান। এ সময় তারা দু'জনই নিশ্চুপ ছিলেন। তারা কোনো প্রতিক্রিয়া দেখাননি। বিড়বিড় করে তারা সূরা পড়তে পড়তে মঞ্চে উঠে যান। এরপর রাত ১২টা ৫৫ মিনিটে একই মঞ্চে, একই সময়ে একই সঙ্গে তাদের ফাঁসি কার্যকর করা হয়।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৫/মাহবুব