স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ফাঁসির দণ্ড থেকে নিজেদের রক্ষা করতে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছিলেন। এ বিষয়ে কোনো সন্দেহের সুযোগ নেই।
রবিবার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাকা চৌধুরী ও মুজাহিদ যে প্রাণভিক্ষা চেয়েছেন এতে কোনো সন্দেহ থাকার সুযোগ নেই। এ সংক্রান্ত কাগজপত্র, চিঠিপত্র আমাদের কাছে আছে। তাদের দুজনের প্রাণভিক্ষা চেয়ে আবেদনপত্র ঠিক আছে কিনা সে বিষয়ে আইন মন্ত্রণালয় মতামত নিয়ে তা প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।’
সাকা চৌধুরী ও মুজাহিদের প্রাণভিক্ষার কাগজপত্র দেখানো যাবে কিনা, সাংবাদিকেদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এগুলো সিক্রেট জিনিস। এগুলো দেখানো যাবে না।’
তিনি আরও বলেন, ‘আপনারা নিজেরাই দেখেছেন, সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী তার বাবার জন্য সব জায়গায় গেছেন। বিভিন্ন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী এমনকি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার চেষ্টা করেন। এ থেকেই বোঝা যায়, তারা সাকা চৌধুরীর প্রাণ রক্ষার চেষ্টা করেছিলেন।’
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৫/মাহবুব