যুদ্ধাপরাধী জামায়তের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) ফাঁসি কার্যকরের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৬টা থেকে হালকাভাবে এই হরতাল চলছে।
২২ নভেম্বর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই হরতালের ডাক দেওয়া হয়।
এদিকে, জামায়াতের হরতালে নাশকতা ঠেকাতে রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
উল্লেখ্য, সাকা চৌধুরী ও মুজাহিদকে ২১ নভেম্বর মধ্যরাতে ফাঁসি দেয়া হয়।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৫/শরীফ