মৌলভীবাজার -৩ আসনের উপনির্বাচনে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সায়রা মহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জেলা নির্বাচনী অফিস তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে। রবিবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন। আজ সোমবার দুপুর ১১টায় সৈয়দা সায়রা মহসিনকে নির্বাচিত ঘোষণা করে এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা নির্বাচন অফিস।
সহকারী রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজি ইস্তাফিজুল হক আকন্দ জানান, মনোনয়নপত্র বাছাইয়ের দিনে ৫ প্রার্থীর মধ্যে সৈয়দা সায়রা মহসিন ছাড়া অন্য ৪ প্রার্থীর মনোনয়ন নানা কারণে অবৈধ ঘোষণা করা হয়। কিন্তু ২২ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেও ওই ৪ প্রার্থী তাদের মনোনয়ন বহালে নির্বাচন কমিশনে আপিল করেনি। তাই একমাত্র বৈধ প্রার্থী হিসেবে সৈয়দা সায়রা মহসিনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর মহসীন আলী মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। পরে ওই শূন্য আসনে উপনির্বাচনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৫/শরীফ