বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতাদের বৈঠকে ডেকেছেন দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বুধবার রাতে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
লন্ডনে আড়াই মাস কাটিয়ে দেশে ফেরার পর স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে এটি হবে খালেদার প্রথম বৈঠক। বৈঠকে আসন্ন পৌরসভা নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি আলোচনায় আসতে পারে বলে আভাস পা্ওয়া গেছে।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৫/মাহবুব