বঙ্গোপসাগরের নাজিরাটেক পয়েন্টে বিধ্বস্ত কার্গো বিমানের নিখোঁজ দুই আরোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় বিমানের পাইলট গোফারেডসহ (Gofared) মৃতের সংখ্যা তিন। গুরুতর আহত বিমানের কো-পাইলট পেট্রোবিবান (Petrobiban) হাসপাতালে চিকিৎসাধীন।
বিধ্বস্ত বিমানটি উদ্ধারে অংশ নিয়েছে নৌবাহিনীর বিশেষ জাহাজ অপারাজেয়, অতন্দ্র ও মেরিটাইম এয়ারক্র্যাফট। বিমানের চার আরোহীর সবাই রাশিয়ার নাগরিক বলে জানা গেছে।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই সাগরের বাঁকখালী নদীর মোহনার নাজিরাটেক পয়েন্টে বিমানটি বিধ্বস্ত হয়। ট্রু অ্যাভিয়েশন পরিচালিত বিমানটি চিংড়িপোনা নিয়ে কক্সবাজার থেকে যশোর যাচ্ছিল।
কক্সবাজার বিমানবন্দরের কর্মকর্তা সাধন কুমার মোহন্ত জানান, সকাল সোয়া ৯টার দিকে রানওয়ে থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর বিমানটি সাগরের নাজিরাটেক পয়েন্টে বিধ্বস্ত হয়।
বিডি-প্রতিদিন/ ০৯ মার্চ, ২০১৬/ মাহবুব/ রশিদা/ সালাহ উদ্দীন