সুন্দরবনে র্যাব ও কোস্টগার্ডের যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু নয়ন বাহিনীর প্রধানসহ চারজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাট জেলার শরণখোলা রেঞ্জের কচিখালি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে দেশি-বিদেশি ১৮টি আগ্নেয়াস্ত্র ও সাড়ে ৪শ’রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
স্থানীয় জেলেদের মাধ্যমে নিহতদের মধ্যে দু’জনের পরিচয় নিশ্চিত করেছে র্যাব। এরা হলেন- নয়ন বাহিনীর প্রধান মনির (৩৫) ও উপ-বাহিনী প্রধান ইনাম (৩০)।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম এ তথ্য জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ ১৬/ সালাহ উদ্দীন