২০০৫ সালের ১৭ আগস্ট ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) টিএসসি এলাকায় বোমা বিস্ফোরণের মামলায় চার জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার দ্বিতীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন।
রায়ে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি বিশ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আসামিরা হলেন- কাউসার আলম সুমন, ইউনূস মিয়া, মেহেদী হাবিব ও আশরাফুল ইসলাম।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় সালাহউদ্দিন ওরফে সালেহিনসহ ৮ জনকে খালাস দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ ১৬/ সালাহ উদ্দীন