নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে রিজার্ভের অর্থ চুরির বিষয়ে কোনো বিভ্রান্তি নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। দু'দফায় ১০১ মিলিয়ন ডলার চুরির পর পুনরায় ৮৭০ মিলিয়ন ডলার চুরির প্রচেষ্টা সম্পর্কে আজ বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আলাপকালে তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের ব্যাংকে অনেকগুলো মিস ইনস্ট্রাকশন গিয়েছিল। কয়েকটি ইনস্ট্রাকশনের বিপরীতে রিজার্ভের অর্থ স্থানান্তরিত হয়েছিল। সিকিউরিটি অ্যালার্ট ও অ্যান্টি মানি লন্ডারিং অ্যালার্টের মাধ্যমে অর্থ চুরির বিষয়টি বুঝতে পারার পর ওই ট্রানজেকশনগুলো বন্ধ করে দেয় নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ কর্তৃপক্ষ। এটা নিয়ে বিভ্রান্তির কিছু নেই।'
বিডি-প্রতিদিন/১০ মার্চ ২০১৬/শরীফ