আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীদের মঠ মন্দির ঘর-বাড়িতে হামলা, প্রতিমা ভাংচুর এবং নারীদের ওপর নির্যাতন হওয়ার আশঙ্কা করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আজ শুক্রবার কালে ঢাকা রিপোরটার্স ইউনিটির ছোটো হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান জোটের নেতারা।
লিখিত বক্তব্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মুখপাত্র পলাশ কান্তি দে বলেন, 'দেশের হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে জানতে পেরেছি সামনে দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কারণে হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা হতে পারে। কারণ দলীয় প্রতীকে নির্বাচন নিয়ে আমাদের আগের ঘটনা খুব একটা সুখকর নয়। নির্বাচন এদেশে হিন্দু সম্প্রদায়ের কাছে নির্যাতন। নির্বাচনে হেরে গেলে সব দল হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা চালায়। এবার যেহেতু দলীয় প্রতিকে ইউপি নির্বাচন তাই হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা হতে পারে।'
তিনি আরো বলেন, 'তাই আমরা সরকারের কাছে অনুরোধ করছি শুধু আশ্বাস নয় ইউপি নির্বাচনের পর হিন্দুদের ওপর হামলা হলে অপরাধী যে দলের হোক না কেন সরকার যেন তাদের কঠোর হাতে দমন করে।'
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়, প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়, মহাসচিব আনন্দ কুমার বিশ্বাস, নির্বাহী সভাপতি সুকৃতী কুমার মন্ডল প্রমুখ।
বিডি-প্রতিদিন/১১ মার্চ ২০১৬/শরীফ