যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের ৮০ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে জনগণের কাছে দায়বদ্ধ সরকার ‘না থাকার কারণেই’ এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রাজধানীর পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনাতনে ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির মহানগর শাখর উদ্যোগে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, “জনগণের কাছে দায়বদ্ধ সরকার না থাকলে জনগণ নিরাপত্তাহীনতায় ভোগে। খুন-রাহাজানি-সন্ত্রাস-দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। আমার দেশে ব্যাংকে টাকা রাখলে সেই টাকা লুট হয়ে যাচ্ছে। আমার শেয়ার বাজার লুট হযে যাচ্ছে। এমনকি বিদেশে টাকা রাখলে সেটা পর্যন্ত থাকছে না। এটা উদ্বেগজনক।
অর্থ লোপাটের ওই ঘটনা গত মাসে ঘটলেও তা প্রকাশ্যে আসে গত সপ্তাহে ফিলিপিন্সের একটি পত্রিকার খবরের মাধ্যমে। ডেইলি ইনকোয়ারার নামের ওই পত্রিকার খবরে বলা হয়, সুইফট মেসেজিং সিস্টেমে জালিয়াতির মাধ্যমে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে বাংলাদেশ ব্যাংকের সঞ্চিত আট কোটি ডলার ফিলিপিন্সের পাঁচটি অ্যাকাউন্টে জমা হয়। পরে ওই অর্থ ক্যাসিনো ঘুরে বাইরে পাচার হয়ে যায়।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “আজ আমার মা-বোনরা নিরাপদ না, সন্তানরা নিরাপদ না। আমার দেশের সম্পদ নিরাপদ না। এই যে বাস্তবতা- এর পরিবর্তন দরকার।”
তিনি বলেন, “আজ যদি রাষ্ট্র মানুষ খুন করে, সাধারণ মানুষকে বা অন্য যারা খুনী তাদের দমন করবে কে? সেজন্যেই জনগণের প্রতিনিধিত্বশীল জবাবদিহিমূলক সরকার দরকার।... এ ধরনের সরকার শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হতে পারে। সেজন্য আমরা সকলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি করি। সেই নির্বাচনে যারা নির্বাচিত হবে তারাই জনগণের প্রতিনিধি।”
পার্টির মহানগর সভাপতি শামস উদ্দিন পারভেজের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, সহসভাপতি ফারুক রহমান, আমিনুল ইসলাম রাজু, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান চৌধুরী মুকুল, মাহমুদ খান, জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক প্রমুখ।
বিডি-প্রতিদিন/১১ মার্চ, ২০১৬/মাহবুব