বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিযুক্ত হচ্ছেন সাবেক অর্থসচিব ফজলে কবির।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি আরও জানান, ফজলে কবির রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন তিনি ওয়াশিংটন সফরে আছেন। ১৮ মার্চ দেশে ফিরে তিনি গভর্নরের দায়িত্ব নেবেন।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ, ২০১৬/মাহবুব