দেশের শীর্ষ প্রচার সংখ্যার জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ৭ বছরে পদার্পণ করছে আজ ১৫ মার্চ। এ উপলক্ষে বাংলা ভাষার সেরা দুই লেখক প্রয়াত কবি রফিক আজাদ ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদারকে সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ প্রতিদিন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
এসময় কবি রফিক আজাদের পক্ষে তার পরিবারের সদস্যরা এবং সমরেশ মজুমদার নিজে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ, ২০১৬/মাহবুব