বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছে ড. আতিউর রহমান।
মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসবভনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ড. আতিউর রহমান বলেন, নৈতিক দায় থেকেই আমি পদত্যাগ করেছি। প্রধানমন্ত্রী আমাকে বিশ্বাস করে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব দিয়েছিলেন। তার হাতে আমি পদত্যাগপত্র দিয়েছি।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞ, তিনি তিলে তিলে আমায় গড়ে তুলেছেন। দীর্ঘ সাত বছরে বাংলাদেশ ব্যাংক কোথায় থেকে কোথায় এসেছে আপনারা তা জানেন। প্রধানমন্ত্রীর নিরঙ্কুশ সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিলো না।
রিজার্ভ চুরির ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য বিদায়ী গভর্নর বলেন, সংকটকে সম্ভাবনায় রূপান্তরিত করতে হবে। এটা মারাত্মক সাইবার অ্যাটাক, এটা একটা হাইটেক সাইবার অ্যাটাক। তদন্ত শুরু হয়ে গেছে। অনেকটা টেরোরিস্ট অ্যাটাকের মতো ঘটনা। কোন দিক থেকে এই অ্যাটাক আসছে সেটা নিয়ে আমরা বিহ্বল ছিলাম। এটা এমন সময় ঘটেছে যখন এটিএমের ওপর অ্যাটাক নিয়ে সবাই ব্যতিব্যস্ত ছিলাম।
ড. আতিউর রহমান আরও বলেন, আমি যখন যাচ্ছি তখন রিজার্ভ ২৮ বিলিয়ন ডলার। যখন দায়িত্ব নিয়েছিলাম তখন রিজার্ভ ছিলো ছয় বিলিয়ন ডলার। আমি পুরোপুরি সফল হয়েছি বলবো না, তবে ব্যাংকের নতুন একটি ধারা তৈরি করেছি।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ, ২০১৬/মাহবুব