বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা জানাজানির এক সপ্তাহ পরে রাজধানীর মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ সহ তথ্য ও প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধায়ায় মামলাটি গ্রহণ করা হয়। তিনি জানান, লোপাট যাওয়া অর্থের পরিমাণ উল্লেখ করা হয়েছে ১০১ মিলিয়ন ডলার।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ, ২০১৬/মাহবুব