মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামির আমির মতিউর রহমান নিজামীর মৃত্যু পরোয়ানা কাশিমপুর কারাগারে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যেই তাকে এ পরোয়ানা পড়ে শোনানো হবে।
বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার হয়ে আসা লাল কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানাটি গ্রহণ করেন কাশিমপুর কারাগার, পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক। তিনি জানান, কনডেম সেলে থাকা নিজামীকে কিছুক্ষণের মধ্যেই পড়ে শোনানো হবে।
মঙ্গলবার রাতে নিজামির মৃত্যু পরোয়ানা জারি করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সঙ্গে যায় নিজামীর আপিল মামলার পূর্ণাঙ্গ রায়ও। এরপরই রায় কার্যকরের প্রক্রিয়া শুরু হয়।
কাশিমপুর কারাগারে থাকা নিজামীকে পড়ে শোনাতে পরোয়ানাটি সেখানে পাঠানো হয় সকালে। আইন অনুসারে কারাগার ছাড়াও এগুলো যাবে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়, ঢাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক) কার্যালয়সহ সংশ্লিষ্টদের কাছেও।
এর আগে, রাত ৯টার দিকে এ মৃত্যু পরোয়ানা জারি করে তাতে স্বাক্ষর করেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক এবং বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
এরও আগে, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ আপিল মামলার রায় প্রদানকারী ৪ বিচারপতির স্বাক্ষরের পর মঙ্গলবার দুপুরে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৯ অক্টোবর প্রসিকিউশনের আনা ১৬ অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নিজামীর মৃত্যুদণ্ডের রায় দেয় ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে একই বছরের ২৩ নভেম্বর সর্বোচ্চ আদালতে আপিল করেন নিজামী। নিজামীর করা আপিলে ১৬৮টি যুক্তি তুলে ধরে সাজার আদেশ বাতিল করে খালাস চাওয়া হয়। সর্বোচ্চ শাস্তি হওয়ায় রায়ের বিরুদ্ধে আপিল করেনি রাষ্ট্রপক্ষ। এই আপিলের ওপর গত বছরের ৯ সেপ্টেম্বর শুনানি শুরু হয় চলে ৮ ডিসেম্বর পর্যন্ত। ওইদিনই আদালত রায়ের জন্য ৬ জানুয়ারি দিন ঠিক করে দেন।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ, ২০১৬/মাহবুব