আপিল বিভাগের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবেন জামায়াতে ইসলামির আমির মতিউর রহমান নিজামী।
বুধবার সকালে কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৯টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নিজামীর মৃত্যু পরোয়ানা ও আপিল মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি এসে পৌঁছায়। পরে সকাল ১০টা ০৫ মিনিটে কনডেম সেলে গিয়ে তাকে মৃত্যু পরোয়ানা ও রায় পড়ে শোনানো হয়। এ সময় কারাগারের জেলার নাসিরউদ্দিন উপস্থিত ছিলেন।
এ সময় মতিউর রহমান নিজামী জেল সুপারকে জানান, তার আইনজীবীদের সঙ্গে কথা বলে আপিল বিভাগে রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন করবেন।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ, ২০১৬/মাহবুব