অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য মো. ইউনূসুর রহমান। আজ বুধবার এ সংক্রান্ত এক আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০৮ কোটি টাকা লুটের ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে গভর্নরের পদ থেকে সরে দাঁড়ান ড. আতিউর রহমান। এ ঘটনার পরই বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকটি পদে রদবদলের ঘটনা ঘটছে। এর পরে কেন্দ্রীয় ব্যাংকের দুই ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানা অব্যাহতি দেওয়া হয়। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলমকে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) করা হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের মে মাস থেকে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ইউনূসুর রহমান। এর আগে কৃষি মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যানের পদে ছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ ২০১৬/শরীফ