বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার রিজার্ভ চুরির মধ্যে ১ কোটি ৭৭ লাখ টাকা ফেরত দেবে ফিলিপাইনের মানি এক্সচেঞ্জ কোম্পানি ফিলরেম।
বৃহস্পতিবার সিনেট শুনানিতে কোম্পানিটির প্রেসিডেন্ট সালুদ বাউতিস্তা একথা বলেন।
নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন মার্কিন ডলার চুরি হওয়ার পর সেই অর্থ ফিলিপাইনের মুদ্রা পেসোতে রূপান্তর করা প্রতিষ্ঠানটি হলো ‘ফিলরেম’।
এই ঘটনায় বাংলাদেশের কাছে দুঃখ প্রকাশ করে প্রেসিডেন্ট সালুদ বলেন, অর্থ রূপান্তর থেকে প্রাপ্ত আয়ের থেকে এক কোটি ৭৭ লাখ টাকা বাংলাদেশকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা একটি চেক তৈরি করব এবং খুব শিগগিরই তা বাংলাদেশ ব্যাংকের কাছে পৌঁছে দেব।
সূত্র: ইনকোয়েরার ও র্যাপলার
বিডি-প্রতিদিন/১৭ মার্চ, ২০১৬/মাহবুব