নতুন করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আন্দোলন যাবে বলে সরকারকে হুশিয়ারি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার রাজধানীর ঝিগাতলা মসজিদ রোডে সাবেক ফুটবলার অসুস্থ আইনুল হককে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় দলের অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, দুর্নীতি জায়েজ করতে ও জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। আবারও গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবে বিএনপি।
তিনি বলেন, গণতন্ত্রের চেতনা ধারণ করে এ দেশের মানুষ মক্তিযুদ্ধ করেছিল। সেই গণতন্ত্রের চেতনা আজ হারিয়ে গেছে। দেশ পুরাপুরি অগণতান্ত্রিক সরকারর নিয়ন্ত্রনে চলে গেছে। দেশে নির্বাচিত সরকার নেই। এটা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৬/মাহবুব