কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া এলাকায় বাসের সাথে সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও ৩ জন যাত্রী।
মঙ্গলবার সকাল ৯টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
লালমাই হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই লুৎফুর রহমান জানান, নিহত তিনজনের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন / রশিদা