একাত্তরের মানবতাবিরোধী অপরাধী আলবদর নেতা ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর ঢাকা থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে তুরস্ক। দেশটির প্রধানমন্ত্রী রিসেফ তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবী হত্যা পরিকল্পনায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর প্রধান মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বুধবার প্রথম প্রহরে কার্যকর করা হয়।
বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন নিজামীর বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক মান নিয়ে প্রশ্ন তুললেও বাংলাদেশ সরকার তা প্রত্যাখ্যান করে। বাংলাদেশে একাত্তরের মানবতাবিরোধীদের বিচারপ্রক্রিয়া শুরুর পর থেকেই এর বিরোধিতা করে আসছে তুরস্ক।
নিজামীর ফাঁসি কার্যকরের আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতি দেন। ওই বিবৃতিতে নিজামীর ফাঁসি বন্ধের আহ্বান জানান তিনি।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ