‘পত্রিকায় দেখলাম আমাদের পররাষ্ট্রসচিব ভীষণ খুশি। খুবই সফল আলোচনা হয়েছে। সাংবাদিকেরা জানতে চেয়েছেন, তিস্তার ব্যাপারে আলোচনা হয়েছে কি না। তিনি বলেছেন, অ-নে-ক ব্যাপারে আলোচনা হয়েছে। মানুষ তার আসল প্রয়োজনীয় যেটা, সেটার ব্যাপারে জানতে চায়। তিস্তার পানি নিয়ে অগ্রগতি না থাকলে এত আনন্দিত হওয়ার কারণ দেখি না। এটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইস্যু।’ কথাগুলো বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ সকালে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের প্রসঙ্গ তুলে ধরে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, এখন নির্বাচনে সিল মারার জন্য দলের কর্মীর দরকার হয় না। যারা নির্বাচনের দায়িত্বে থাকে, তারা সিল মেরে ভোটের বাক্স ভরিয়ে দেয়।
বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতাত্তোর দেশে সমাজতন্ত্রের নামে যা করা হয়, তাতে সমাজতন্ত্রের মতো ভালো একটি জিনিসকে পচিয়ে দেওয়া হয়েছিল। ১ / ১১ এর সময় মাইনাস টু করতে গিয়ে এখন সংস্কার শব্দটি একটি গালি। সম্প্রতি নির্বাচনের নামে যা ঘটছে, মানুষ বলছে এর নাম যদি নির্বাচন হয়, সে নির্বাচনের দরকার নেই। এভাবে এখন নির্বাচনকেও পচিয়ে দেওয়া হচ্ছে।
ফারাক্কা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ফারাক্কার বাঁধ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। কিন্তু সে পরীক্ষা এখনো চলছে। এখন টিপাইমুখে বাঁধ হচ্ছে। হয়তো বলা হবে সেটিও পরীক্ষামূলক। সে পরীক্ষাও আর শেষ হবে না।
উল্লেখ্য, ফারাক্কার ঐতিহাসিক লং মার্চের ৪০ তম বার্ষিকী উপলক্ষে বিএনপি জোটের শরিক দল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ এই আলোচনা সভার আয়োজন করে।
বিডি প্রতিদিনি/ ১৩ মে, ২০১৬/ হিমেল-১২