১৪৪ জনকে উপসচিব ও যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এদের মধ্যে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ৭১ জন এবং যুগ্মসচিব পদে ৭৩ জন।
রবিবার বেলা সোয়া ১২টার দিকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে উপসচিব পদে ৭১ জন পদোন্নতি পেলেও ৬২ জনের নামে আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাকি ৯ জন লিয়েন ও প্রেষণে থাকায়, পরে প্রজ্ঞাপন জারি হবে।
অন্যদিকে, যুগ্মসচিব পদে ৭৩ জন পদোন্নতি পেলেও ৭০ জনের নামে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাকি তিনজন প্রেষণে রয়েছেন, তাদের প্রজ্ঞাপন পরে জারি হবে।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৬/মাহবুব