প্রচলিত আইনেই সড়ক দুর্ঘটনা সংক্রান্ত সকল বিচার কার্য সম্পাদনের দাবিতে দক্ষিণাঞ্চলের ১১ জেলায় ডাকা পরিবহন ধর্মঘটের কারনে বরিশাল থেকে রবিবার দূরপাল্লার কোন বাস ছাড়েনি। তবে অভ্যন্তরীন রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
রবিবার সকাল থেকে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং রূপাতলী বাস টার্মিনালে বিভিন্ন পরিবহনের কাউন্টার খুললেও দূরপাল্লার বাস না ছাড়ায় যাত্রীরা বিপাকে পড়ে। অভ্যন্তরীন রুটের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলা নিয়ে জটিলতা দেখা দেওয়ায় কেন্দ্রীয়ভাবে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশে দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ