সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। তিনি বলেন, 'ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ১১২ জনের প্রাণহানি ঘটলো, কাজেই নির্বাচন প্রশ্নবিদ্ধ তো থাকলই, নির্বাচন কমিশনও প্রশ্নবিদ্ধ।'
আজ সকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিরোধীদলীয় এই নেতা।
সংবাদ সম্মেলনে রওশন এরশাদ বলেন, 'সদ্য শেষ হওয়া নির্বাচন প্রশ্নবিদ্ধ রয়েই গেল। এ নির্বাচন আমরাও আশা করিনি, জনগণও আশা করেনি। এটি একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন।'
সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, ফখরুল ইমাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, হুইপ নুরুল ইসলাম ওমর, নূর-ই-হাসনা লিলি চৌধুরী
বিডি-প্রতিদিন/৫ জুন ২০১৬/শরীফ