'খাদ্য বান্ধব কর্মসূচি'র আওতায় আগামী ৭ সেপ্টেম্বর থেকে দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা দরে মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
রবিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি আরও বলেন, ‘আগামী ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘হত দরিদ্রদের মধ্যে প্রতি পরিবারকে মাসে ১০ টাকা মূল্যে বা সুলভ মূল্যে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। সারা বাংলাদেশে ৫০ লাখ পরিবারকে এ ৩০ কেজি করে চাল দেওয়া হবে।’
বছরে ৫ মাস এ খাদ্য সহায়তা দেওয়া হবে জানিয়ে কামরুল ইসলাম বলেন, ‘এদিকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ওইদিকে মার্চ ও এপ্রিল মাসে দেওয়া হবে। যে পাঁচ মাস মানুষের কষ্ট হয়, চালের দাম একটু বাড়তির দিকে থাকে, গরীব মানুষের একটু কষ্ট হয়, সেই পাঁচমাস ৩০ কেজি করে চাল দেওয়া হবে।’
এ কর্মসূচির মাধ্যমে বছরে সাড়ে ৭ লাখ টন চাল বিতরণ হবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘এ প্রোগ্রামের নামকরণ করা হয়েছে-‘খাদ্য বান্ধব কর্মসূচি’। একটা স্লোগান ঠিক করা হয়েছে। তা হল- ‘শেখ হাসিনার বাংলাদেশ/ক্ষুধা হবে নিরুদ্দেশ।’ এ স্লোগানকে ধারণ করে আমরা এ কর্মসূচি ৭ সেপ্টেম্বর থেকে শুরু করতে যাচ্ছি।’
খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যরা।
বিডি-প্রতিদিন/০৪ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব