দেশের সব পৌরসভাগুলোয় পশু কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে পরিষ্কারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
সচিবালয়ে বুধবার পৌরসভাগুলোর নিকট ডাম্পার ট্রাক হস্তান্তর অনুষ্ঠানে পৌর মেয়রদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, খেয়াল রাখবেন, যাতে মশা-মাছি যাতে রোগ-বালাই না ছড়ায়।
মন্ত্রী বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ডাম্পার ট্রাকের বিকল্প নেই। এমন জায়গায় আবর্জনা ফেলবেন যেখান থেকে পরিবেশ দূষণ হবে না। এবার আমরা ৭৮টি ডাম্পার ট্রাক দেব। আরও কিছু কিনব।
বিডি-প্রতিদিন/০৭ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব