সম্প্রতি রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। কেরির নয় ঘণ্টার ঢাকা সফর শুরু হয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। আর শেষ হয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সাথে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে।
ঢাকা সফর করে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির জন্য ঈদুল আজহা উপলক্ষে পায়জামা-পাঞ্জাবি পাঠিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। ঢাকার মার্কিন দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর ডেভিড টুলক বুধবার রওশনের গুলশানের বাসায় গেলে কেরির জন্য এই উপহার হস্তান্তর করা হয়। আর জন কেরির পক্ষ থেকে রওশনের হাতে একটি ক্রেস্ট ও শাড়ির পিন তুলে দেন ডেভিড টুলক।
বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি এবং জাপার ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু এ সময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার