ঈদ উপলক্ষে গাড়ির চাপ বেড়ে যাওয়া ও যানবাহন বিকল হয়ে যাওয়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গা থেকে মির্জাপুর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ২০ কিমি যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তবঙ্গের ১৬টি জেলার ৯২টি রোডসহ ১১৬টি রোডের যানবাহন এ মহাসড়ক দিয়ে চলাচল করছে। এতে করে দুই লেনের এই মহাসড়কে ১০ গুণের বেশি যানবাহন চলাচল করছে। এ জন্য মহাসড়কে কয়েকটি পয়েন্টে যানজট লেগেই থাকছে।
টাঙ্গাইল পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মো. এশরাজুল ইসলাম জানান, ঈদের সময় ফিটনেসবিহীন অনেক গাড়ি রাস্তায় নামার কারণে ঘনঘন গাড়ি বিকল হয়ে পড়ছে। এতে করে যানজটের সৃষ্টি হচ্ছে।
তিনি আরও জানান, আজ ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া বাইপাস এলাকায় একটি বড় গাড়ি বিকল হয়ে যায়। তখন গাড়িটি সরাতে কিছুটা সময় লেগে যায়। এ সময় মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৮ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব