শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে মাঝ পদ্মায় একটি ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে আইটি যমুনা নামের একটি ফেরির তলদেশ ফেটে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হাজরা লৌহজং চ্যানেলে এ ঘটনা ঘটে। এতে ফেরিটি মাঝ পদ্মায় ১৪টি যানবাহন নিয়ে আটকা পড়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফেরিটিকে তীরে নিয়ে আসা হয়েছে।
শিমুলিয়া ঘাট ম্যানেজার আব্দুল আলীম জানান, ফেরিটি কাওড়াকান্দি ঘাট থেকে ছেড়ে এসেছিল। লৌহজং টার্নিংয়ে একটি ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে ফেরিটির তলা ফেটে যায়।
কাওড়াকান্দি বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ১০টি ট্রাক ও ৪টি প্রাইভেট কার নিয়ে শিমুলিয়া ঘাটের দিকে রওনা হয় আইটি যমুনা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ