আজ সারাদেশের সরকারি ১৮টি মেডিকেল কলেজের ৩৭টি কেন্দ্রে একযোগে চলতি বছরের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা যায়, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নের ভিত্তেতে এ ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এবার এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে মোট ৯০ হাজার ৪শ’ ২৬ জন পরীক্ষার্থী। আসন সংখ্যা অনুযায়ী এ বছর ভর্তি হতে পারবে সরকারি কলেজে তিন হাজার ২শ’১২ জন এবং বেসরকারি কলেজে ছয় হাজার ২শ’৫ জন শিক্ষার্থী।
বিডি প্রতিদিন/এ মজুমদার