হবিগঞ্জের মাধবপুরের নয়াপাড়ায় রেল স্টেশনের অদূরে পারাবত এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঢাকা থেকে সিলেটগামী ট্রেনটির ইঞ্জিনে আকস্মিক আগুন লেগে যাওয়ায় বগিগুলো লাইনচ্যুত হয়। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যাত্রীরা ট্রেন থেকে নেমে গেছেন। আগুন লাগায় এলাকাটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। সোয়া ১১ টার দিকে হবিগঞ্জ ও মাধবপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
হবিগঞ্জ ফায়ার স্টেশনের ডিএডি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগায় ইঞ্জিনটি সম্পূর্ন পুড়ে গেছে। এখনো রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেল যোগাযোগ স্বাভাবিক করতে রিলিফ ট্রেন আসছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/ফারজানা