'সীমান্ত হত্যার ৯৫ শতাংশই হয় গরু চোরাচালানের কারণে। গরুর সঙ্গে স্বর্ণ, মাদক ও অস্ত্র চোরাচালানের বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং গরু চোরাচালান রোধ করা গেলেই সীমান্ত হত্যা বন্ধের পাশাপাশি অন্যান্য অপরাধও প্রতিরোধ করা সম্ভব।' রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে শুক্রবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ এসব কথা বলেন।
জানা যায়, ভারতের নয়া দিল্লিতে বিজিবি ও বিএসএফ'র মধ্যে সদ্যসমাপ্ত ৪৩তম সীমান্ত সম্মেলন শেষে দেশে ফেরার পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার