ব্যবসা সক্ষমতা সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। সহজে ব্যবসা পরিচালনার তথ্য-উপাত্তের ভিত্তিতে ১৯০টি দেশ নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। তালিকায় ১৭৮তম অবস্থান থেকে ১৭৬তম স্থানে উঠে এসেছে দেশ। মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।
ডুয়িং বিজনেস ২০১৭ রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের ব্যবসা সক্ষমতা বেড়েছে। দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানেরও ব্যবসা সক্ষমতা বেড়েছে। রিপোর্ট অনুযায়ী এবারও সহজে ব্যবসা পরিচালনায় বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষস্থানে রয়েছে নিউজিল্যান্ড। এরপর রয়েছে সিঙ্গাপুর, ডেনমার্ক, হংকং, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইডেন ও মেসিডোনিয়া। সূচকের শীর্ষে থাকা ২৫টি দেশের মধ্যে ২০টি দেশ গতবারের চেয়ে তাদের ব্যবসা শুরুর প্রক্রিয়া আরও সহজ করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশের অর্জন ৮১ দশমিক ৭৪ পয়েন্ট। নতুন ব্যবসা শুরু করতে এখানে নয়টি ধাপ অতিক্রম করতে হয়। এতে সময় লাগে গড়ে সাড়ে ১৯ দিন।
বিডি প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৬/হিমেল