আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে জাতির জন্য কোনো দিক নির্দেশনা ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে জিয়া সাইবার ফোর্স আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
নির্মাণাধীন রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে এ গোলটেবিল বৈঠকের আযোজন করা হয়।
মির্জা ফখরুল ইসলাম বলেন, 'দেশের জনগণ আপনাদের (আওয়ামী লীগ) দিকে তাকিয়ে ছিল তারা কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন দেবেন তার পথ নির্দেশনার জন্য। কিন্তু আওয়ামী লীগ সেই দিক নির্দেশনা দিতে পারেনি। তাই এই সম্মেলন থেকে আওয়ামী লীগ কিছু দিতে পারেনি।'
এসময় জিয়া সাইবার ফোর্সের সভাপতি ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ।
বিডি প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম