শিশুদের সুরক্ষায় ‘১০৯৮’ হেল্প লাইনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সেবার উদ্বোধন করা হয়।
ইউনিসেফের উদ্যোগে এই সেবাটি পরিচালিত হবে। যার মাধ্যমে শিশু অধিকার লঙ্ঘন, নির্যাতন, সামাজিক সুবিধা ও নিরাপত্তা বিষয়ে যে কেউ জানাতে পারবেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যবস্থা নেবেন উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/ ২৭ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম