সংবিধানের ষোড়শ সংশোধনী মামলার শুনানীতে ১২ জন জ্যেষ্ঠ আইনজীবীকে এ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিয়েছে আদালত। একইসঙ্গে মামলাটির পরবর্তী আপিল শুনানির জন্য ৭ মার্চ দিন ঠিক করা হয়েছে।
বুধবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আট বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
এ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, টিএইচ খান, ড. কামাল হোসেন, ব্যারিষ্টার রফিকুল হক, ব্যারিষ্টার আমির উল ইসলাম, ব্যারিষ্টার শফিক আহমেদ, ব্যারিষ্টার রোকন উদ্দিন মাহমুদ, ব্যারিষ্টার ফিদা এম কামাল, এজে মোহাম্ম্দ আলী, ব্যারিষ্টার আজমালুল হোসেন কিউসি,এএফ হাসান আরিফ, এম আই ফারুকী, আব্দুল ওয়াদুদ ভূইয়াকে।
এ্যামিকাস কিউরিরা এই মামলার শুনানির ক্ষেত্রে আদালতকে আইনী পরামর্শ দেবেন।
আগামী ৭ মার্চের মধ্যে রাষ্ট্রপক্ষ ও রিটকারী উভয় পক্ষকে তাদের স্বপক্ষের লিখিত যুক্তি আদালতে উপস্থাপন করতে হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ