'জিয়া অরফানেজ ট্রাস্ট' ও 'জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট' দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য আজ বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার এক আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর বকশীবাজারস্থ কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে মামলাটির বিচারকাজ চলছে। গত ২ ফেব্রুয়ারি ওই আদালতের প্রতি অনাস্থা জানিয়ে একটি আবেদন করেন খালেদা জিয়া। আবেদনটি খারিজ করেন আদালত। এরপর আদালত বদলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদনটি করেন খালেদা জিয়া।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম