আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন কমিশনে যাদের দেয়া হয়েছে তারা কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন না। তারা সবাই আমলা। তারা যা করবে আইন মেনেই করবে। এ বিষয়ে বিএনপি অহেতুক কথা বলছে। আজ রাজধানীর খামাড়বাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির ৪৪তম সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, সব কিছুতে বিরোধিতা করাই বিএনপির অভ্যাস। নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করতেই, নবগঠিত কমিশন নিয়ে বিএনপি নানা সমালোচনা করছে। নির্বাচন কমিশন আইন অনুযায়ি কাজ করবে। কোন কৌশল করে লাভ হবে না। ভোট দেয়ার মালিক দেশের জনগণ। ২০১৯ সালে জনগণ যে রায় দেবে, আওয়ামী লীগ তা মাথা পেতে নেবে। আওয়ামী লীগকে ভয় দেখাবেন না। নির্বাচনের মাঠে আসেন, খেলা হবে।
সমিতির সভাপতি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ডা. মোদাচ্ছের আলী, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার