ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা প্যান্ট চুরির মামলায় অবশেষে জামিন পেয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা। ফলে মুক্তিতে আর বাধা নেই তার।
আজ রবিবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম কুদ্দুস জামান এ জামিন আদেশ দেন।
এর আগে, আশুলিয়া থানায় করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলাসহ আরও পাঁচ মামলায় জামিন পান সাংবাদিক নাজমুল। এ নিয়ে সব মামলায় জামিন পেলেন তিনি। ফলে মুক্তি পেতে এখন আর কোনো বাধা নেই তার।
আদালত সূত্রে জানা গেছে, ঢাকার আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন নিয়ে রিপোর্ট করায় বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনসহ ছয়টি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পুলিশ কর্মকর্তাদের নিষেধ অমান্য করে সংবাদ প্রচার করায় তাদের আক্রোশের শিকার হন সাংবাদিক নাজমুল হুদা। গত বছর ২৩ ডিসেম্বর রাতে আশুলিয়া থানা পুলিশ বাদী হয়ে বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার বিরুদ্ধে আশুলিয়া থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করে। এর কিছুক্ষণ পরই তাকে গ্রেফতার করা হয়। এরপর পুলিশ গত বছর করা ঢাকার আশুলিয়া থানায় প্যান্ট চুরির মামলাসহ আরও পাঁচটি পৃথক মামলায় নাজমুলকে গ্রেফতার দেখানোর আবেদন করে আদালতে।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম