পদ্মাসেতু নিয়ে বাংলাদেশকে অভিযুক্ত করা হলেও বিশ্বব্যাংকের বিরুদ্ধে এই সংক্রান্ত কোনো মামলার সুযোগও নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ’ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক আইনের ঊর্ধ্বে না। তবে চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকার ব্যাংকটির বিরুদ্ধে মামলা করতে পারে না। তবে তিনি এও বলেছেন, যারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা ব্যাংকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন কিনা, সে বিষয়ে চাইলে আইনি পরামর্শ নিতে পারেন।
তিনি বলেন, বিশ্বব্যাংকের তিনজন প্রতিনিধির সঙ্গে তখন দুদকের একটি বৈঠক হয়। সেখানে বিশ্বব্যাংকের একজন প্রতিনিধি বলেছিলেন, তৎকালীন যোগাযোগমন্ত্রী আবুল হোসেনকে আসামি করতে হবে।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব