সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানার কাছে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার মোগলাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল চৌধুরী বাদী হয়ে এ মামলা করেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ফজল।
প্রসঙ্গত, দক্ষিণ সুরমার শিবাবাড়িতে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ নামের একটি পাঁচতলা বাড়িতে অভিযান চলাকালে শনিবার সন্ধ্যায় ওই ভবন থেকে ২০০ গজ দূরে বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত হয়। আহত আরও অনেকে।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৭/মাহবুব