সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ায় আতিয়া মহলে প্রচণ্ড গোলাগুলি চলছে। সোমবার বেলা ১টা ৫৫ মিনিট থেকে গোলাগুলির তীব্র শব্দ শোনা যাচ্ছে। বেলা ২টা ৩ মিনিটে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটতে শোনা গেছে।
আতিয়া মহল থেকে বেশ দূরে অবস্থান করেও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধারণা, সেনাবাহিনীর কমান্ডো অভিযান সম্ভবত শেষ হওয়ার পথে।
আতিয়া মহলের দুই বর্গ কিলোমিটার এলাকায় কাউকেই ঢুকতে বা বেরোতে দেওয়া হচ্ছে না।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে জঙ্গিদের আস্তানা আতিয়া মহল আইনশৃঙ্খলা বাহিনীর ঘেরাওয়ের মধ্যে রয়েছে। গত শনিবার সকাল থেকে ভবনে অভিযান শুরু করেন সেনা কমান্ডোরা। গতকাল রোববার দুই জঙ্গি নিহত হওয়ার তথ্য জানায় সেনাবাহিনী।
বিডি-প্রতিদিন/এস আহমেদ