সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়াস্থ জঙ্গি আস্তানা আতিয়া মহলের পাশে ক্রাইম সিন ইউনিটের দুটি গাড়ি রাখা হয়েছে। আজ সোমবার বিকাল সোয়া ৪টার দিকে গাড়ি দুটিকে আতিয়া মহলের পাশে আসে।
ঠিক কি কারণে ক্রাইম সিন ইউনিটের গাড়ি দুটি এসেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, আজ সোমবার চতুর্থ দিনের মতো অভিযান চলছে। সকাল থেকে কয়েক দফায় গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সর্বশেষ আজ বিকেল সোয়া ৩টার দিকে আতিয়া মহল থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বিডি প্রতিদিন/২৭ মার্চ ২০১৭/এনায়েত করিম