সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়াস্থ 'আতিয়া মহলে' সেনা কমান্ডোদের অভিযানে নিহত এক নারী ও এক পুরুষ জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম পুরুষ এবং পরে ওই নারী জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন হয় বলে নিশ্চিত করেছেন সিলেট কোতয়ালি থানার ওসি সোহেল আহমদ।
তিনি আরও বলেন, দুটি লাশের ডিএনএ স্যাম্পুল, ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক রিপোর্ট আসলে জানা যাবে নিহত জঙ্গিরা নেশাজাতীয় শক্তিবর্ধক কোন কিছু খেয়েছিল কিনা।
এর আগে, সোমবার এ দুই জঙ্গির লাশ সেনাবাহিনীর পক্ষ থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে লাশ দুটি ওসমানী হাসপাতালের হিমঘরে রাখা হয়। মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিটে লাশ দুটি হাসপাতালের মর্গে নেওয়া হয়। ১২টার কিছুক্ষণ পর শুরু হয় ময়নাতদন্ত।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ, ২০১৭/মাহবুব