কমান্ডো অভিযানে নিহত অপর দুই জঙ্গির লাশসহ আতিয়া মহল পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে লাশ ও আতিয়া মহলের দায়িত্ব পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর মাধ্যমে সেনাবাহিনীর কমান্ডোদের ‘অপারেশন টোয়াইলাইট’ সমাপ্ত ঘটলো বলে ধারণা করা হচ্ছে।
দুই জঙ্গির লাশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর ওসমানী হাসপাতালের মর্গে নেওয় হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, গতকাল সোমবার দুই জঙ্গির লাশ পুলিশের কাছে হস্তান্তর করেছিল সেনাবাহিনী। এ দুই লাশের ময়নাতদন্ত আজ মঙ্গলবার সম্পন্ন হয়েছে।
কমান্ডো অভিযানে তিন পুরুষ জঙ্গি ও এক নারী জঙ্গি নিহত হয়। নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ সংগ্রহ করছে পুলিশ। তবে গুঞ্জন রয়েছে, নিহতদের মধ্যে শীর্ষ জঙ্গি মুসা থাকতে পারে।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ, ২০১৭/মাহবুব