মালদ্বীপে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে রিয়ার অ্যাডমিরাল আকতার হামিদকে নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রিয়ার অ্যাডমিরাল আকতার হামিদ (এনজিপি, এনডিসি, সিএসসি, বিএন) বাংলাদেশ নৌবাহিনীর নির্বাহী শাখায় ১৯৮২ সালে যোগদান করেন। তিনি জার্মান নেভাল একাডেমি থেকে ডিগ্রি লাভ করেন।
দীর্ঘ পেশা জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান প্রধান জাহাজ ও ঘাঁটির নেতৃত্ব দিয়েছেন।
বিডি প্রতিদিন/২৯ মার্চ ২০১৭/এনায়েত করিম