নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় এখনও ১৭ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার বিকালে ৯০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। শুক্রবার সকাল পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। নদীতে তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে।
নিখোঁজ যাত্রীদের সন্ধানে মেঘনা তীরে ভিড় করছেন স্বজনেরা। তাদের আহাজারীতে বাতাস ভারী হয়ে উঠেছে। নিখোঁজদের সন্ধানে দমকল কর্মীদের তৎপরতা অব্যাহত রয়েছে।
ঢাকার রামপুরা এলাকা থেকে ৯০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারটি চাঁদপুরের মতলব উপজেলার বেলতলীর সোলেমান শাহ ওরফে লেংটার মেলায় যাওয়ার পথে বৃহস্পতিবার বিকালে সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে ডুবে যায়।
এতে চারজনের মৃত্যু হয়। ট্রলারটির পাশ দিয়ে যাওয়া বালুবোঝাই একটি বাল্কহেড অর্ধশতাধিক যাত্রীকে উদ্ধার করে। এছাড়া অন্তত ১৫ জন সাঁতরে তীরে আসেন। বাকিরা নিখোঁজ রয়েছেন।
সোনারগাঁওয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম জানান, আজ নতুন করে কারও লাশ পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে। তবে প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ