র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে উত্তরা র্যাব হেডকোয়ার্টারে এ জানাজা সম্পন্ন হয়। এসময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এর আগে তার মরদেহে সামরিক কায়দায় শ্রদ্ধা জানানো হয়।
লেফটেন্যান্ট কর্নেল আবুল কালামের জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ র্যাব-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, র্যাব সদর দপ্তর থেকে লেফটেন্যান্ট কর্নেল আজাদের লাশ বনানীর সামরিক কবরস্থানে নেওয়া হবে। সেখানে তার মরদেহের দাফন করা হবে।
সিলেটের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় জঙ্গিবিরোধী অভিযানের সময় গত ২৫ মার্চ রাতে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
বিডি প্রতিদিন/৩১ মার্চ, ২০১৭/ফারজানা